গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল ছয়জনের

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৪ | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৪২

গোপালগঞ্জে যাত্রীবাহী নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ ছয়জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা খুলনা- মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকারিয়া হোসেন ঢাকাটাইমসকে জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা সেবা গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরিতমুখী একটি সিমেন্ট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় জন নিহত এবং ২০ জন যাত্রী আহত হয়।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :