মটোরোলার বাঁকানো ডিসপ্লের ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৪

এই প্রথম বাজারে আসছে বাঁকানো ডিসপ্লের ফোন। ফোন আনছে লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা। মডেল ভি ৩৬০। বাঁকানো ডিসপ্লে

ছাড়াও ফোনটিতে বেশ কিছু চমকপ্রদ ফিচার রয়েছে। এতে ব্যবহৃত হচ্ছে ৬ জিবি র‌্যাম। ফোনটি ১২৮ জিবি রমে পাওয়া যাবে।

মেটোরোলার নতুন এই ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৮৮০x১৪৪০ পিক্সেল। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ অক্টাকোর সিপিইউ ব্যবহৃত হচ্ছে। আছে অ্যাড্রিনো ৫৪০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। গতির জন্য এতে ৬ জিবি র‌্যাম ব্যবহৃত হয়েছে। স্টোরেজের জন্য আছে ১২৮ জিবি রম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রম ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। ছবির জন্য ফোনটিতে আছে ২.৩ এক্স অপটিক্যাল জুম সমৃদ্ধ ক্যামেরা। এতে ১৬ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহৃত হয়েছে। সেলফির জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।

মটোরোলার ফ্লাগশিপ এই ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে। ব্যাপআপের জন্য এতে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে।

প্রাইজপোনি জানিয়েছে, ফোনটি এই বছরের নভেম্বর মাস নাগাদ বাজারে আসবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ ডলার।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :