পিয়ংইয়ংয়ে নতুন নিষেধাজ্ঞা জারিতে জাতিসংঘে মার্কিন তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫৪

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর অবরোধ আরোপের বিষয়ে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়ার পক্ষ থেকে আপত্তি সত্ত্বেও ওয়াশিংটন এ আবেদন জানায়।

ওয়াশিংটন উত্তর কোরিয়ার জ্বালানি ও টেক্সটাইল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়ে একটি খসড়া জাতিসংঘ প্রস্তাব জমা দিয়েছে। এছাড়া তারা কিম জং-উনের সম্পদ জব্দ এবং উত্তর কোরিয়ার অতিথি কর্মীদের পারিশ্রমিক দেয়া বন্ধেরও প্রস্তাব দিয়েছে।

কূটনীতিক সূত্র জানায়, এ ব্যাপারে শুক্রবার বিশেষজ্ঞদের বৈঠক চলাকালে টেক্সটাইল খাত ব্যতীত অন্যান্য বিষয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন প্রস্তাবের বিরোধিতা করে রাশিয়া ও চীন।

জাতিসংঘে মার্কিন মিশনের এক বিবৃতিতে বলা হয়, আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানাবে যে ১১ সেপ্টেম্বর সোমবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে আরো অবরোধ আরোপের বিষয়ে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভূটির ব্যাপারে বৈঠক আহবানে ইচ্ছুক ওয়াশিংটন।

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির ব্যাপারে যে আলোচনার ব্যবস্থা করা হয় তা অত্যন্ত দ্রুত করা হয়েছে।

লাভরভ বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড পরিত্যাগে বাধ্য করতে পিয়ংইয়ংয়ের ওপর চাপ প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করার প্রচেষ্টার ওপর বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :