পাটুরিয়া ঘাটে গাড়ি নেই, দৌলতদিয়ায় দীর্ঘ সারি

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২০
ফাইল ছবি

পর্যাপ্ত ফেরি ও ঘাট সচল থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। পাটুরিয়ায় ঘাটে যানবাহনের চাপ না থাকলেও দৌলতদিয়ায় রয়েছে বাস, ট্রাকের দীর্ঘ সারি।

শনিবার বিকালে সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া ফেরি ঘাটে কোনো মালবাহী ট্রাক না থাকলেও ৩০টির মতো যাত্রীবাহী কোচ পারের অপেক্ষায় রয়েছে। অপরদিকে দৌলতদিয়া পারের অপেক্ষায় রয়েছে ১২০টির মতো যাত্রীবাহী কোচ ও দুই শতাধিক মালবাহী ট্রাক।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দীন রাসেল ও দৌলতদিয়ার ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান,পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১১টি রো-রো, ছয়টি ইউটিলিটি ও চারটি কেটাইপ ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। এ কারণে পাটুরিয়া ঘাটে কোনো যানবাহন চালককে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। আর দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক জানান, ইতিমধ্যে মাওয়া ফেরিঘাট চালু হয়ে গেছে আর পাটুরিয়া ২০টি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। তাই দ্রুত ঘাটের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :