সিরাজগঞ্জ সদর উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৭

সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিনকে আহবায়ক, আব্দুস সাত্তার শিকদার ও আব্দুস সালাম মাষ্টারকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না অনুমোদন দিয়েছেন।

জানা যায়, ২০১৪ সালের ৭ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ২য় পর্বে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আজাহার আলী খান সভাপতি ও মিজানুর রহমান দুদু সাধরণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৫ সালের ৩ নভেম্বর নির্বাচিত সভাপতি আজাহার আলী খানের মৃত্যু হয়। অদ্যাবধি পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এ বিষয় নিয়ে জেলা আওয়ামী লীগের বেশ কয়েকটি বৈঠকে আলোচনা হয়। সভাপতি মরহুম আজাহার আলী খানের জীবতাবস্থায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত না হওয়ায় সাংগঠনিক কর্মকাণ্ডে শূন্যতার সৃষ্টি হয়। বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়। পরবর্তী সময়ে জেলা আওয়ামী লীগের সভায় সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে আলোচনা হয় এবং জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদদকে শীর্ষ নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। এরই অংশ হিসেবে আলাপ-আলোচনা করে এই কমিটি অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না (এমপি), গাজী মিজানুর রহমান দুদু, রেজাউল ইসলাম খোকা (ছোনগাছা), গাজী মো. আবুল হোসেন (শিয়ালকোল), আজিজ মন্ডল (সয়দাবাদ), লিয়াকত আলী মাস্টার (সয়দাবাদ), লিয়াকত আলী খান (ভিক্টোরিয়া কোয়ার্টার), মনিরুজ্জামান বাবলু ডাক্তার (খোকশাবাড়ী), হেলাল উদ্দিন (খোকশাবাড়ি), জামাল উদ্দিন তালুকদার (শিয়ালকোল), হায়দার আলী মন্ডল (বহুলী), নাসিমা খাতুন কাউন্সিলর (একডালা), হীরা লাল রায় (বি.এ কলেজ রোড), সৈয়দ বেলাল হোসেন (উত্তর সয়াধানগড়া), শামিম আহমেদ (দিয়ার ধানগড়া), ইতি রাণী ঘোষ (সয়দাবাদ), রজব আলী (মেছড়া), গোলাম মোস্তফা খোকন (রতনকান্দি), সাইফুল ইসলাম (ছোনগাছা), আব্দুল আলীম ভুইয়া (কাওয়াকোলা), গাজী সোলায়মান হোসেন (শিয়ালকোল), আব্দুল মান্নান (কালিয়া হরিপুর), ফুয়াদ হোসেন খান (সয়াধানগড়া), বাদশা আলম (মেছড়া), মহর আলী (শিয়ালকোল), গাজী আব্দুস সাইদ (বহুলী), আতিকুল ইসলাম মাস্টার (কালিয়া হরিপুর), রঞ্জু মিয়া (বাগবাটি), গাজী আঃ কুদ্দুস (শিয়ালকোল), আলতাফ হোসেন (কান্দাপাড়া), হাবিবুর রহমান হবি (বহুলী), মাইনুল ইসলাম খান (কালিয়া হরিপুর), আলামিন, ফরিদ উদ্দিন (মেছড়া), মুসা সেখ (কাওয়াকোলা), ফিরোজ আহমেদ (ছোনগাছা), আমজাদ হোসেন (বহুলী), গাজী মহির উদ্দিন (শিয়ালকোল), আকবর হোসেন তালুকদার (রতনকান্দি), আব্দুল ওয়াহাব তালুকদার (শিয়ালকোল), মোঃ পারু মন্ডল (কাওয়াকোলা), শফিকুল ইসলাম শফি (ছোনগাছা), বাবলু মল্লিক, ডাঃ আব্দুল লতিফ (বাগবাটি) গাজী ইসমাইল হোসেন (সয়দাবাদ) ও হেলাল উদ্দিন (বহুলী।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :