ঝিনাইদহে বিষপানে তরুণী ও দুর্ঘটনায় শিশু নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৩

ঝিনাইদহের শৈলকুপায় বিষপানে সিমলা খাতুন (১৭) নামে এক তরুণী ও সড়ক দুর্ঘটনায় মিনু (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দা গোবিন্দপুর ও পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

সিমলা খাতুন সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের মাসুদ উদ্দিনের মেয়ে আর মিনু ঝাউদিয়া গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সিমলা খাতুন শনিবার দুপুরে বিষপান করে। পরিবারের লোকজন টের পেয়ে ওই তরুণীকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিমলা মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল বলে জানা গেছে।

অপরদিকে শনিবার দুপুরে পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে রাস্তার পাশে শিশু মিনু খেলা করছিল। এ সময় একটি থ্রি-হুইলার (মাহেন্দ্র) গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন পৃথক ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের বিষয়ে থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘাতক মাহেন্দ্র গাড়িটি আটকের চেষ্টা করা হচ্ছে।

ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :