সুইডেনে সন্ত্রাসবিরোধী সেমিনার

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৪

সুইডেনের স্টকহোল্মে সন্ত্রাসবিরোধী সেমিনার শুক্রবার অনুষ্ঠিত হয়। সেমিনারে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির মূল প্রবন্ধ পাঠ করেন।

ঘাতক দালাল নির্মূল কমিটির সুইডেনের সভাপতি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তরুণ কুমার চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- সুইডেনের বাংলাদেশ রাষ্ট্রদূত নাজমুল ইসলাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সুইডেনের জেনারেল সেক্রেটারি আন্না লিন্ডেনফোর্স, স্টকহলম কাউন্টির সাবেক বিচারপতি সৈয়দ আসিফ শাখার, ইউএন এ উপসালাকের সভাপতি মোনা স্ট্রিন্ডবার্গ, সুইডিশ পেনের জেনারেল সেক্রেটারি আন্না লিভিয়ান ইনগরভার্সণ, এরিক রোভা হেডলুন্ড, ডেনমার্ক ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক ড.বিদ্যুৎ বড়ুয়া, আরেফ মাহবুব, নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সন্ত্রাসবাদ বর্তমানে গ্লোবাল সমস্যা। কোন দেশের একার পক্ষে সমস্যা সমাধান করা যাবে না। বিশ্বের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার প্রশংসা করেন বক্তারা। রাজনৈতিক আশ্রয়ে কোন দেশে জঙ্গিবাদ পালন করা হলে সেখানে তা নিমূল করা সহজ হয় না। ধর্মীয় লেবাসকে ব্যবহার করে জঙ্গিবাদ বিস্তৃত যাতে করতে না পারে, সেই জন্য সচেতনতা তৈরি করতে হবে।

পরবর্তীতে শাহরিয়ার কবিরের দদ আল্টিমেট জিহাদ দ´ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এছাড়া খলিলুর রহমান, তসলিমা মুন, সফিকুল ইসলাম লিটন, জুবাইদুল হক সবুজ, হেদায়েতুল ইসলাম শেলী, রানা হামিদ, শাহিনা খান, মুনিরুল ইসমাল নাহার মমতাজ, শোভনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :