মঠবাড়িয়া রোহিঙ্গা ইস্যুতে মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৯ | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৮

মিয়ানমারের উত্তর অঞ্চলের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর ধর্মান্ধ মৌলবাদী বৌদ্ধদের বর্ণবাদী বিদ্বেষের শিকার লাখো মুসলিমকে হত্যা, ধর্ষণ এবং দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার বিকালে মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আসর নামায বাদ বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেছেন।

বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ-উল-হক, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক, দক্ষিণ বন্দর জামে মসজিদের পেশ ইমান মাওলানা শাহজালাল, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, মাওলানা নুরুল আমীন, বিএনপি নেতা তারিকুল ইসলাম মধু প্রমুখ।

বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বোরোচিত হামলা, দেশত্যাগে বাধ্য করা এবং গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :