গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি আটক

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৭

গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী মো. রতন মিয়া ও শাশুড়ি রোকেয়া বেগমকে আটক করেছে।

গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত নিগার সুলতানা বাঘিয়া এলাকার রতন মিয়ার স্ত্রী।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোবারক হোসেন জানান, গত ৩ বছর আগে গাজীপুর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের জয়েরটেক এলাকায় সিরাজ মিয়ার মেয়ে নিগার সুলতানার সঙ্গে বাঘিয়া এলাকার সাইদুর মিয়ার ছেলে মো. রতন মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হতো। এক পর্যায়ে শুক্রবার রাতে নিগার সুলতানাকে তার শ্বশুর বাড়ির লোকজন গুরুতর অবস্থায় কোনাবাড়ী এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যায়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের গলায় কাল দাগ রয়েছে, তবে প্রাথমিকভাবে আত্মহত্যার কোন আলামত পাওয়া যায়নি।

ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা বলা যাবে এটা হত্যা নাকি অন্য কোন ঘটনা।

নিহতের পিতা সিরাজ মিয়া জানান, রতন মিয়া প্রায় আমার মেয়ে নিগার সুলতানাকে মারধর করত ও আমার কাছ থেকে টাকা নিয়ে দিতে বলত। কিছুদিন আগেও রতনকে ৩০ হাজার টাকা দেয়া হয়। শুক্রবার রাতে আমার মেয়ে নিগার সুলতানাকে রতন ও তার মা রোকেয়া বেগমসহ রতনের বাড়ির আরো কয়েকজন মিলে গলাটিপে হত্যা করে। আমার মেয়ে নিগার সুলতানা ৩ মাসের অন্তঃস্বত্ত্বা ছিল।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :