বিপদ সীমার উপরে সোমেশ্বরী

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৫

বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে।

নদীটির বিরিশিরি পয়েন্টে বিপদসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানান নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের দুর্গাপুর এলাকার দায়িত্বে থাকা গ্যাট রিডার নাইম খান।

তিনি জানান, দুপুর থেকে নদীর পানি বেড়ে চলেছে। এই পানি বৃদ্ধির ফলে আত্রাখালী, কংশ ও নেতাই নদীর পানিও বাড়ছে।

স্থানীয়রা জানায়, নদীর পানি বাড়ায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন, চন্ডিগড়, বাকলজোড়া, দুর্গাপুর ইউনিয়নের ২০টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হচ্ছে।

পানি বাড়ায় উপজেলাতেই দ্বিতীয় বারের মত বন্যা দেখা দেয়ার আশংকা তৈরি হয়েছে। হুমকির মুখে পড়ছে রোপন আমন ফসল।

উপজেলা সদরের উৎরাইল এলাকার পূর্ণিমা রেমা বলেন, এবারের পানি দেখে ভয় লাগছে। এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হতে থাকলে পানিতো হু হু করে বাড়বে। কিছুদিন আগে বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে। মেঘালয়ের বৃষ্টি থাকায় সেখানের পানি আসছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুর রশীদ বলেন, নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। তবে তা এখনও ক্ষয়ক্ষতির পর্যায়ে যায়নি। ভারতের মেঘালয়ে বৃষ্টি কমলে আমাদের এখানে পানি কমে যাবে। বন্যার আশংকা থাকবে না। এর পরেও যে কোন পরিস্থিতি হোক না কেন তা মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :