ঘটনাবহুল ১০ সেপ্টেম্বর

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০০ | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৭
ফাইল ছবিঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপনের ৭০ বছর পূর্তিতে স্মৃতিচারণ অনুষ্ঠান

আজ ১০ সেপ্টেম্বর, রবিবার। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫২ তম (অধিবর্ষে ২৫৩ তম) দিন। ঘটনাবহুল এ দিনে পৃথিবীর আনাচে কানাচে ঘটে গেছে নানা অজানা ঘটনা। পৃথিবী আলো করে এসেছেন অনেক খ্যাতিমান, মায়া ত্যাগ করে চলেও গেছেন নাম না জানা অনেকে। চলুন তবে জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া তেমনি কিছু অজানা ঘটনা ও জন্ম-মৃত্যু সম্পর্কে।

ইতিহাসে আজকের দিনের ঘটনাবলী

# ১৭৯৪ সালে কলকাতায় বিলাতের অনুলূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়।

# ১৮২৩ সালের এই দিনে দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি নির্বাচিত হন।

# ১৮৯৮ সালের এই দিনে অষ্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়।

# ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সাথে অস্ট্রিয়ার ‘সাঁ-জেরমাঁ’ চুক্তি (Traite de Saint-Germain) স্বাক্ষরিত হয়।

# ১৯৩৯ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে যোগ দেয়।

# ১৯৬৭ সালে জিব্রাল্টারের জনগণ স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয়।

# ১৯৭৪ সালের এই দিনে পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে।

# ১৯৯১ সাল। যুগোশ্লাভিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া স্বাধীনতার ঘোষণা দেয় আজকের এই দিনে।

# দীর্ঘ ৪৫ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয় ১৯৯৩ সালের আজকের এই দিনে।

# ২০০২ সালের এই দিনে সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০ তম সদস্য রাষ্ট্র হয়।

# ২০০৮ সালের এই দিনেই বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসাবে বিবেচিত ‘লার্জ হ্যাড্রন করাইডার’ চালু করা হয়।

এই দিনে যে সব খ্যাতিমানদের জন্ম

# ১৭৭১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন আফ্রিকা আবিষ্কারক অভিযাত্রী মঙ্গো পার্ক।

# ১৮৩৯ সালে জন্মগ্রহণ করেন মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক চার্লস স্যান্ডার্স পেয়ার্স।

# ১৮৭২ সালের এই দিনে জন্ম ভারতের কিংবদন্তী ক্রিকেটার ও ভারতীয় রাজা কুমার শ্রী রঞ্জিতসিংজীর। ইংল্যান্ডের বিপক্ষে তিনি ১৫টি টেস্ট ম্যাচ খেলেন।

# ১৮৯২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ আর্থার কম্পটন।

# ১৯৮৬ সালের এই দিনে জন্ম আরেক খ্যাতিমান ক্রিকেটারের। তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান।

এই দিনে পৃথিবীর মায়া ছেড়েছেন যে সব খ্যাতিমানরা

# ১৭৯৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বিখ্যাত ইংরেজ নারীবাদী লেখিকা মেরি ওলস্টোনক্রাফট।

# ১৮০৬ সালের এই দিনে মারা যান জার্মান ভাষাবিজ্ঞানী ইয়োহান ক্রিস্টফ আডেলুং।

# ১৯১৫ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে চলে যান বাঙালি বিপ্লবী বাঘা যতীন।

# ১৯২৩ সালের এই দিনেই পরলোকগমন করেন বাংলা ভাষার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক সুকুমার রায়।

# ১৯৭৫ সালের এই দিনে মারা যান নোবেলজয়ী ইংরেজ পদার্থবিদ জর্জ প্যাগেট থমসন।

এছাড়াও দিনটিকে আন্তর্জাতিক আত্মহত্যা দিবস এবং দারিদ্রের বিরুদ্ধে সাদা ফিতা দিবস হিসাবেও পালন করা হয়ে থাকে।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :