রাবারের হাঁস চুরির অপরাধে জেল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১২ | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৪

আচ্ছা বলুন তো, একটা হাঁস চুরির কী শাস্তি হতে পারে? ভাবছেন, কি আর হবে ধরা পড়লে বড়জোড় মান-সম্মান যাবে, আর কী! না, মোটেই নয়। রাবারের হাঁস চুরির শাস্তি একেবারে জেল। সঙ্গে বেশ বড় অংকের জরিমানা। এমনটাই হয়েছে নেদারল্যান্ডসের বাসিন্দা মার্ক রবেন নামের ৪৫ বছর বয়সী ব্যক্তির সঙ্গে।

গত ২৩ জুন মার্ক দক্ষিণ নেদারল্যান্ডসের গৌডা এলাকার এক ক্যাফেতে গিয়েছিলেন। ক্যাফেতে খাওয়া-দাওয়ার ফাঁকে তাঁর চোখ আটকে গিয়েছিল সেখানে সাজানো একটি সুদৃশ্য হলুদ রঙের হাঁসের দিকে। রবারের হাঁসটি এতটাই ভাল লেগেছিল যে নিজেকে সামলাতে পারেননি তিনি। ক্যাফে ছাড়ার আগে প্রায় তিন ফুটের হাঁসটি ওভার কোটের মধ্যে ভরে নেন মার্ক। এর দিন কয়েকের মধ্যে সেই হাঁসটি নষ্ট করে দেন মার্কের এক আত্মীয়। রাস্তায় চুরি যাওয়া হাঁসটি খুঁজে পান ক্যাফের এক কর্মী। হাঁস চুরির অভিযোগ আগেই জানানো ছিল, এবার সেটি হাতে পেয়ে তদন্তে গতি আসে পুলিশের। তদন্তের সূত্র ধরে মার্কের হদিশ পায় পুলিশ। হাঁস চুরির ঘটনা আদালত পর্যন্ত গড়ায়।

গত বুধবার দক্ষিণ নেদারল্যান্ডসের একটি আদালত মার্ককে আট সপ্তাহের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সঙ্গে ৭৪০ ইউরো জরিমানা। ওই জরিমানার অর্থ মার্ককে ক্যাফের মালিককে দিতে হবে।

কেন রবারের হাঁস চুরির শাস্তি দুই মাসের জেল, জরিমানা? বিচারকের ব্যাখ্যা, নেদারল্যান্ডসের দক্ষিণ প্রান্তের ওই শহরে অপরাধের সংখ্যা সামান্যই। অপরাধীর অভাবে দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে প্রচুর জেল। এই পরিস্থিতিতে মার্কের এই কুকীর্তি অন্যদের মধ্যে খারাপ প্রভাব ফেলতে পারে। তাই আট সপ্তাহ হাজতবাসের সময়ের পুরোটাই মার্কের কাউন্সেলিং চলবে। মার্ক ক্লেপটোম্যানিয়াক হলে চিকিৎসা চলবে তারও। ২০ ইউরোর রবারের হাঁস চুরির শাস্তি যে এই পর্যায়ের হতে পারে তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি মার্ক।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :