সৌদি-কাতার দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৭ | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৩

সৌদি আরব নেতৃত্বাধীন চার আরব দেশ ও কাতারের মধ্যকার চলমান দ্বন্দ্ব মেটাতে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি সপ্তাহে ট্রাম্প চলমান দ্বন্দ্ব মীমাংসার উদ্যোগ নেয়ায় কাতার ও সৌদি নেতৃত্ব ফোনে কথা বলেন এবং সংলাপে বসার বিষয়ে একমত হন। কিন্তু দু দেশের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতির ভাষা নিয়ে নতুন বিরোধ দেখা দেয় এবং সম্ভাব্য সংলাপের সিদ্ধান্ত বাতিল করে সৌদি আরব।

নিউইয়র্ক টাইমস গতকাল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প কাতার ও সৌদি নেতাদের মধ্যে ওই ফোনালাপের ব্যবস্থা করেছিলেন এবং নিজের মধ্যস্থতায় এক সপ্তাহের মধ্যে তিক্ত দ্বন্দ্ব অবসানের অঙ্গীকার করেছিলেন।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে কুয়েতের আমিরের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প কাতার ও সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমি মনে করি আপনাদের খুব দ্রুত এ সমস্যার সমাধান করা উচিত।’

এরপর তিনি সৌদি যুবরাজ ও কাতারের আমিরকে ফোন করে সমস্যা সমাধানের তাগিদ দেন এবং কাতারের আমির শেখ তামিম বিন আলে সানি ও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ফোনালাপ করেন। ওই ফোনালাপে সংলাপে বসার সিদ্ধান্ত হয় কিন্তু পরে তা বাতিল করে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ’র দেয়া বিবৃতির কারণে সংলাপের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

সৌদি আরব দাবি করছে, যুবরাজ মুহাম্মাদকে ফোন করেছেন কাতারের আমির কিন্তু কিউএনএ বলেছে, যুবরাজ আগে ফোন করেছেন। এ ঘটনাকে সৌদি আরব প্রটোকল লঙ্ঘন বলে মনে উল্লেখ করেছে।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :