মিয়ানমার দূতাবাসে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২০ | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৮

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা গণহত্যা বন্ধ ও বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে তাদের দেশে নাগরিকত্বসহ সব ধরনের সুবিধা দেওয়ার আহ্বানে মানববন্ধন ও মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছে ঢাকায় কর্মরত একদল গণমাধ্যমকর্মী।

রবিবার রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরে ল্যান্ডমার্ক হোটেলের সামনে মানববন্ধন শেষ করে মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে বিশ্বের বিবেকবানদের এ হত্যাযজ্ঞ প্রতিহত করতে বিশেষ করে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মানবন্ধনের এক মুখপাত্র আলামিন বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন হচ্ছে সেটা বন্ধের দাবি জানানো। ওয়েস্টার্ন দেশগুলো যে নীরব আছে তাদের চোখ খুলতে হবে, আমরা বছরের পর বছর রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি এটা আমাদের পক্ষে আর সম্ভব নয়।’

মানববন্ধনে অংশগ্রহণকারী মাহিম আহমেদ ঢাকাটাইমসকে বলেন, ‘আমাদের প্রতিবেশি দেশ মিয়ানমারে আরাকান প্রদেশের নিরীহ রোহিঙ্গাদের উপর যে গণহত্যা চলছে সেটা বন্ধের দাবিতে আমরা এ মানববন্ধন করছি। জীবন বাঁচাতে যেসব রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু বাংলাদেশে অবস্থান নিয়েছে তাদের মানবতার স্বার্থে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, কিন্তু এই রোহিঙ্গাদের জাতিসংঘের তত্ত্বাবধানের মিয়ানমানের মধ্যেই একটি সেইভ জোন করে তাদেরকে নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে তাদের সেখানে ফেরত নিতে হবে।’

মানববন্ধনে ‘মিয়ানমারের গণহত্যা বন্ধ কর, ‘মাতৃভূমির অধিকার, ফিরিয়ে দাও দিতে হবে’, ‘মিয়ানমারে শিশু হত্যা বন্ধ কর, করতে হবে’ ‘মানবতাকে বাঁচাও’ ইত্যাদি স্লোগান দেয়া হয়।

(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/এনআই/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :