কুরিয়ার

আরিফ জেবতিক
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫১

ঈদের আগে আগে আমার কাছে কুরিয়ার সার্ভিস থেকে একটা ফোন এলো। ফোনের ওপাশ থেকে কুরিয়ারের লোক বললেন, 'আপনার একটা প্যাকেট এসেছে হবিগঞ্জ থেকে। আপনার এই মোবাইল ফোন সাথে নিয়ে এসে ডেলিভারি নিতে হবে।'

কষ্মিনকালেও আমার কেউ হবিগঞ্জ থাকে না, কোনো সূত্রেই সেখান থেকে কোনো প্যাকেট আসার কথা না। ইনফ্যাক্ট দেশের কোনো প্রান্ত থেকেই আমার কাছে কোনো প্যাকেট কেউ পাঠানোর কথা নয়।

তাই আমি বললাম, 'ভাই, এই প্যাকেটটা আমার না। বা আমার হলেও আমি নেব না। আপনি যেখানকার প্যাকেট সেখানেই ফেরত পাঠাতে পারেন। '

লোকটি অবাক হয়ে বলল, 'প্যাকেট নিবেন না মানে? এটা একটা কথা হলো?'

আমি লোকটিকে বুঝিয়ে বললাম যে আমার নিরাপত্তা সংক্রান্ত কিছু চেকলিস্ট মেনে চলতে হয়। সেই মোতাবেক কোনো অপরিচিত সোর্সের কোনো প্যাকেট আমি খুলতে পারি না। দেখা গেল প্যাকেটে করে কেউ বোমা পাঠিয়েছে, সেটা খুলতে গিয়ে আমি দুম করে মরে গেলাম। এটা একটা সমস্যা না?

লোকটি বলল, 'তাইলে কী করব?'

আমি বললাম, ' ফেরত পাঠাতে পারেন।'

‌'কিন্তু যে নাম্বারটি দেয়া আছে সেই নাম্বার তো বন্ধ।' লোকটি আমাকে টিএন্ডটি ফোনে রেখে সেই ফোনে ফোন করে আমাকে রেজাল্ট দিলেন তাৎক্ষনিক।

আমি বললাম, 'তাহলে পুলিশের কাছে দিয়ে দেন। পুলিশ খুলে দেখুক।'

লোকটি বিড়বিড় করে বলল, 'কী যে ঝামেলায় পড়লাম!'

আমি বললাম, 'আরেকটা কাজ করা যেতে পারে। প্যাকেটটা নিয়ে কোনো বড় নদীর মধ্যে ফেলে দেন। শীতলক্ষায় ফেলতে পারেন। শীতলক্ষায় সাধারনত খুনের লাশ ফেলা হয়, খুব নিরাপদ নদী।' লোকটি ফোন কেটে দিল। মনে হয় আমাকে পাগল ঠাউরেছে।

যাই হোক, গল্প এখানে শেষ হলে ভালো ছিল। গল্প এখানে শেষ হয়নি।

গতকাল আমার ছোটভাই বাসায় ফোন করেছে। এটা ওটা বলার পরে সে আমতা আমতা করে তাঁর ভাবীকে বলল 'ভাইয়ার কি নতুন ফোন পছন্দ হয়েছে? কিছুই তো শুনলাম না!'

তাঁর ভাবি অবাক হয়ে বলল, 'কীসের ফোন?'

'কেন ভাইয়ার জন্মদিনের আগে যে একটা সারপ্রাইজ গিফট পাঠালাম? হবিগঞ্জ থেকে আমার ফ্রেন্ড কুরিয়ার করল?"

অবশেষে জানা গেল সেই ভয়ানক ইতিবৃত্ত। আমার ছোটভাইয়ের বন্ধু স্বল্প ছুটির নোটিশে দেশে এসেছিল, যাওয়ার আগের দিন কুরিয়ার করে গিয়েছে সেই মহামূল্যবান আইফোন সিক্স প্লাস। সে চলে যাওয়ায় তাঁর ফোন নাম্বারও নিশ্চয়ই বন্ধ ছিল, তাই কুরিয়ারের লোক ট্রেস করতে পারেনি সেই লোককে!

এখন চিন্তা করছি কী মুখে কুরিয়ার সার্ভিসে যাব? আমার আইফোন কি তবে সত্যি সত্যি চলে গেল শীতলক্ষার শীতল জলে?

(আরিফ জেবতিক প্রখ্যাত লেখক এবং অনলাইন এ্যাক্টিভিস্ট)

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :