জামায়াত-শিবির মানবতার শত্রু: পঙ্কজ

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৬

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বলেছেন, ‘জামায়াত-শিবির স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই দলের নেতাকর্মীরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। তাই জামায়াত-শিবির মানবতার শত্রু।’

রবিবার দুপুরে রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যুদ্ধাপরাধিদের বিচার করেছি। তাদের সাজা কার্যকর করেছি। এ দেশে রাজনীতি করার কোনো অধিকার জামায়াত-শিবিরের নেই।’

বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ বলেন, ‘মানবতাবিরোধীদের বিচার করা একটা পবিত্র দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করেছি। জামায়াত-শিবির-রাজাকার স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু, ওরা মানবতার শত্রু। ওরা ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আবার ওরাই ক্ষমতায় গিয়ে ২১ শে আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে।’

আগামী বৃহস্পতিবার রাজশাহীর পবা উপজেলার হরিয়ান সুগার মিল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগ এই বর্ধিত সভার আয়োজন করে। হরিয়ান সুগার মিল মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা পঙ্কজ দেবনাথ।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জনসভাকে জনসমুদ্রে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখিয়ে দিতে হবে, রাজশাহীর মাটি আর জামায়াত-শিবিরের আস্তানা নয়। এটি আওয়ামী লীগের ঘাঁটি। এখানকার মানুষ বুঝতে পেরেছে- একমাত্র আওয়ামী লীগের কাছেই দেশ নিরাপদ, দেশের মানুষ নিরাপদ।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি কাজী আবদুল ওয়াদুদ দারা, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ড. পিএম সফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফকরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সালাম।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/আরআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :