রাজাপুর ইউনিয়নে অবশেষে নৌকার জয়

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪২

অবশেষে ভোলার ১নং রাজাপুর ইউনিয়নে নির্বাচন শেষে হওয়ার দীর্ঘ দেড় বছর পর নৌকা প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমান খানকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। তার আলোকে রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে মো. মিজানুর রহমান রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৫ সেপ্টেম্বর ২০১৭ নির্বাচন কমিশন একটি সংশোধনী গেজেটের মাধ্যমে ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মো. মিজানুর রহমান খানের নাম ঘোষণা করে।

এর আগে ২০১৬ সালের ৩১ মার্চ ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার রাজাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমানকে ৯৩ ভোটে পরাজিত করে আনারস প্রতীকের প্রার্থী মো. রেজাউল হক মিঠু চৌধুরী বিজয় পান। পরে ইউনিয়নটির ৪, ৫ ও ৬নং কেন্দ্রের ভোট পুনরায় গননার আবেদন জানিয়ে নির্বাচনী ট্রাইবুনালে একটি মামলা করেন নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান খান।

নির্বাচনী ট্রাইব্যুনাল সকল কিছু পর্যালোচনা করে সর্বশেষ মিজানুর রহমান খানকে ৭৭ ভোটে বিজয়ী ঘোষণা দেয়।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :