ভোলায় তিন দিন পর নিখোঁজ ব্র্যাক কর্মকর্তার লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৩
ফাইল ছবি

ভোলায় নিখোঁজের তিনদিন পর বেসরকারি এনজিও সংস্থ্যা ব্র্যাকের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. মাইনুল হোসেন (৩৫)।

রবিবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ইলিশখালী খালের বটতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাইনুল হোসেনের বাড়ি ঝালকাঠী জেলার কলশকাঠী উপজেলায়।

তিনি ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নে ব্র্যাকের মাঠকর্মী হিসেবে চাকরিরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার সকালে মাইনুল হোসেন বাসা থেকে কাজের উদ্দেশ্যে ফিল্ডে বের হন। ওই দিন বিকেল ৩টা পর্যন্ত মোবাইল ফোনে পরিবারের সাথে তার কথা হয়। এর পর তিনি আর বাসায় ফেরেননি এবং মোবাইলও তাকে পাওয়া যায়নি। অফিসের লোকজন ও পরিবার মিলে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সর্বশেষ শনিবার অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ভোলা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ১৪, তারিখ ০৯/০৯/২০১৭ইং। পরে রবিবার দুপুরে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ইলিশখালী খালের বটতলা এলাকায় স্থানীয়রা মাইনুল হোসেনের লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :