গাজীপুরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪০

গাজীপুরের কাপাসিয়ার খিরাটি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ নারীসহ চারজনকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মোস্তফা কামাল কাপাসিয়া উপজেলার খিরাটি মধ্যপাড়া গ্রামের সেকান্দর আলীর ছেলে। তিনি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে প্রতিপক্ষ গোলাপ মিয়া গংদের সঙ্গে মোস্তফা কামালের বিরোধ ছিল। শনিবার বিকালে মোস্তফা কামাল ওই জমির কলাবাগান থেকে কলা কাটার সময় প্রতিপক্ষ গোলাপ মিয়ার সঙ্গে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ১৫ থেকে ২০জন তার ওপর হামলা চালায়। এসময় তাদের লাঠিসোটার আঘাতে গুরুতর জখম হন মোস্তফা কামাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ শনিবার রাতে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রীনা আক্তার বাদী হয়ে হামলাকারীদের অভিযুক্ত করে কাপাসিয়া থানায় মামলা করেন।

পরে অভিযান চালিয়ে ইসমাইল, ফিরোজা বেগম, রেনু আক্তার ও নাজমা আক্তার নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :