বৃষ্টি উপেক্ষা করে নান্দাইলে মন্ত্রীর সমাবেশে হাজারো জনতা

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪২ | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৫

ময়মনসিংহের নান্দাইলে রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত চন্ডীপাশা সরকারি হাইস্কুল খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রীর ভাষণ শুনতে মাঠে যোগ দেন হাজার হাজার মানুষ।

জনসভায় মন্ত্রী মাত্র ১০ মিনিট সময় ভাষণ দেন। মন্ত্রীর ভাষণকালে ঢল নামতে থাকে মানুষের। এসময় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সভাস্থল। মানুষের স্রোত বাড়তেই থাকে।

মন্ত্রী বলেন, বিএনপিকে নিয়ে আরো বলার ছিল। ওরা দেশটাকে ডুবিয়েছে।

মন্ত্রী স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদীন তুহিনের হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানিয়ে বলেন, এই এমপির মাধ্যমে নান্দাইলে ৫শ’ কোটি টাকার কাজ হয়েছে। আরো ৪শ’ কোটি টাকার কাজ হবে।

স্থানীয়রা বলেন, নান্দাইলে এই প্রথম একটি বিশাল আকারের জনসভা হলো। এর আগে কোনদিন নান্দাইলে এত বড় সভা হয়নি।

সাধারণত বৃষ্টিতে জনসভাগুলো পণ্ড হয়ে যায়। এলজিইডিমন্ত্রীর ক্ষেত্রে চিত্র ছিল উল্টো। মন্ত্রীর ভাষণের শেষ পর্যায়েও মানুষ স্লোগান নিয়ে যোগ দিচ্ছিলেন জনসভায়।

সমাবেশ পরিচালনা করেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :