কোটচাঁদপুরে শতভাগ বিদ্যুৎ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৪

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজিম আনার, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র সাইদুল করিম মিন্টু, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝিনাইদহ পল্লী বিদ্যুত সমিতি কোটচাঁদপুর উপজেলায় ৭৬ কোটি টাকা ব্যয়ে ৪৪৪ কিলোমিটার দীর্ঘ এ লাইন নির্মাণ করেছে।

এতে ১০ এমভিএ ক্ষমতা সম্পন্ন একটি উপকেন্দ্রের মাধ্যমে ওই উপজেলার ২৫ হাজার ২৫৯টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :