শতভাগ বিদ্যুতের আওতায় নরসিংদী সদর উপজেলা

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৮

নরসিংদীর চরদিঘলদী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রাসেল বিদ্যুতের আলোতে পড়তে পেরে নিজকে খুবই আনন্দিত লাগছে বলে জানায়। সে জানায়, জন্মের পর থেকে জেলার অজপাড়া গাঁ দুয়ানী, জিৎরামপুর, নোয়াকান্দী, আড়াইআনি, অনন্তপুরসহ কোন গ্রামেই এর আগে বিদ্যুতের আলো জ্বলতে দেখেনি এবং বিদ্যুতের আলোতে লেখাপাড়া করার ভাগ্য হয়নি। ‘প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ শ্লোগানের আওতায় নরসিংদী জেলার সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের দুয়ানী গ্রামে সবকটি ঘরে ঘরেই এখন বিদ্যুতের আলো জ্বলছে।

কথা হয়, দুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস-এর সাথে। সে জানায়, বিদ্যুতের আলোতে পড়তে তার খুব ভাল লাগে। আগে কেরসিনের হারিকেন দিয়ে পড়তে ভাল লাগতো না। তাই এখন তার পরাশোনার প্রতি আগ্রহ বেড়ে গেছে।

চরদিঘলদী ইউনিয়নের উদ্যোক্তা মো. আতিকুর রহমান জানান, চরদিঘলদী ইউনয়ন পরিষদে বিদ্যুতের সংযোগ ছিল। উদ্যোক্ত হিসেবে কাজ করতে শুধু ইউনিয়ন পরিষদের অফিসের বসেই কাজ করতে হতো। এখন তার গ্রাম আড়াইআনিতে বিদ্যুতের সংযোগ পাওয়ায় বাড়িতে বসেও তার কাজ চালিয়ে যেতে সুবিধা হচ্ছে।

নরসিংদী পল্লীবিদ্যুত সমিতি-২ এর জিএম সাইরুল ইসলাম জানান, নরসিংদী সদর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের ৩১২টি গ্রামে বিদ্যুৎ সুবিধা পৌঁছানো হয়েছে।

সদর উপজেলা ১লক্ষ ৮৭ হাজার ৬১৭ জন গ্রাহকের মধ্যে ১ লক্ষ ৬৭ হাজার ১৮২টি আবাসিক, ১০ হাজার ২৭০টি বাণিজ্যিক, ১ হাজার ৩৯৭টি সেচ, ৭ হাজার ৮০টি শিল্প ও বিবিধ সংযোগ রয়েছে ১ হাজার ৬৮৮টি।

নরসিংদী সদর উপজেলায় পিক আওয়ারের বিদ্যুতের চাহিদা হচ্ছে ১৫৭ মেগাওয়াট।

রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদী সদর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বীর প্রতীক, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া, সাবেক এমপি জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আমেনা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর এলাহী, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌর সভার মেয়র মোশাররফ হোসেন মানিক, নরসিংদী চেম্বার অব কমাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম মো. মোশাররফ হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :