ইঞ্জিনসহ তূর্ণা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১১:১১ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৫

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী তূর্ণা নিশিথা ট্রেনের ইঞ্জিনসহ চার বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ ছিল।

সোমবার ভোর পৌনে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মৌড়াইল রেলক্রসিংয় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পর মৌড়াইল রেলক্রসিংয়ের সামনে গেলে এর ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। পরে অপর একটি ইঞ্জিন সংযুক্ত করে দুর্ঘটনা কবলিত তিনটি বগি রেখে বাকি বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে ট্রেনটি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. শোয়েব জানান, ইঞ্জিনসহ ট্রেন লাইনচ্যুত হলেও ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। আখাউড়া লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ইঞ্জিন-বগিগুলো উদ্ধার করেছে।

ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :