সাদা পোশাকে ‘ফিরছেন’ মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৬ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৬
ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে ক্রিকেটের এই ফরম্যাটকে বিদায় বলে দেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে টেস্ট থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি ম্যাশ। জাতীয় দলের হয়ে টেস্ট খেলার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ঘরোয়া টুর্নামেন্টে সাদা জার্সিতে আবারও দেখা যাবে মাশরাফীকে।

আসন্ন জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে সাদা পোশাকে নামছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। নিজের খেলার কথা বিসিবি ও খুলনা বিভাগীয় কর্মকর্তাদের জানিয়েও দেন মাশরাফী। ইতোমধ্যে তাকে নিয়েই ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে খুলনা। সবকিছু ঠিক থাকলে হয়তো আগামী ১৫ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সাদা পোশাকে মাঠে নামবেন মাশরাফী।

ক্যারিয়ারের শুরু থেকেই বহুবার ইনজুরির কাছে ধরাশয়ী হন মাশরাফী। ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্ট খেলতে নেমে হাঁটুতে আঘাত পান তিনি। ফলে প্রায় দু'বছর মাঠের বাইরে নীরব দর্শক হয়ে থাকতে হয়েছিল মাশরাফীকে। টেস্ট ক্যারিয়ার ৩৬টি ম্যাচ খেলেছেন মাশরাফী। নিয়েছেন ৭৮টি উইকেট। গড় ৪১.৫২, ইকনোমি রেট ৩.২৪ করে। রান করেছেন ৭৯৭।

অবশ্য জাতীয় দলের হয়ে সাদা পোশাকে না খেললেও ঘরোয়াতে খেলেছেন মাশরাফী। সর্বশেষ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২০১৪ সালের ৩০ ফেব্রুয়ারি খুলনার হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। শেষ পর্যন্ত আবার তিন বছর পর জাতীয় লিগে ফিরছেন মাশরাফী।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

বাংলাদেশে সিরিজের জন্য দল ঘোষণা ভারতের, দলে দুই নতুন মুখ

এই বিভাগের সব খবর

শিরোনাম :