কুলাউড়ায় আগুনে পুড়ল ৯ দোকান

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৩

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাক্ষাধিক টাকার মামলাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

সোমবার ভোরে শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই নয়টি দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে জাহিদ আলীর ফার্নিচারের ২ লাখ টাকা, ঝলক পালের কম্পিউটার ও বিকাশ এজেন্সির প্রায় ১০ লাখ টাকা, অঞ্জনশীগং-দের সেলুনের ১ লাখ টাকা, লিয়াকত আলীর ভেরাইটিজ দোকানের ৪ লাখ টাকা, ইয়ামির আলীর চা স্টলের ৫০ হাজার টাকার, আব্দুস শহীদের ইলেকট্রিক দোকানের ১ লাখ ৫০ হাজার টাকা, সুধাংশ পালের ৬ লাখ টাকা, আফজল হোসেনের কম্পিউটারও ভেরাইটিজ স্টোরের ৪ লাখ টাকা ও মার্কেটের মালিক আবুল হোসেনের হার্ড ওয়ারের দোকানের ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

কুলাউড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আশিকুর রহমান জানান, ভোর সাড়ে পাঁচটায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই এসব দোকান অর্ধেকের মতো পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর ৮০ লাক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :