নৌকাডুবি: চার দিন পর আরো দুই লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৬ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৩
ফাইল ছবি

হবিগঞ্জ শহরতলীর লম্বাবাক এলাকায় খোয়াই নদীতে নৌকাডুবির ঘটনার চার দিন পর আরো দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গজারিয়াকান্দি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাদের লাশ দেখতে পায় স্থানীয়রা।

পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

উদ্ধার নারী বানিয়াচঙ্গ উপজেলা বড়কান্দি গ্রামের আলাই মিয়া কন্যা নুরজাহান বেগম। এদিকে বিকালে শাহপুর এলাকা থেকে নিখোঁজ ফাদ্রাইল গ্রামের জালাল মিয়া চৌধুরীর পুত্র রাকিব মিয়া চৌধুরী (৫) এর লাশ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার নিখোঁজ একজন ও রবিবার দুইজনের লাশ উদ্ধার করা হয়।

এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জন। নিখোঁজ রয়েছে আরো দুইজন।

গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে শতাধিক যাত্রী নিয়ে সুজাতপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় একটি ইঞ্জিনচালিত ট্রলার। যাত্রাপথে নদীতে বানের পানির স্রোত থাকায় নৌকাটি দ্রুতগতিতে যাচ্ছিল। এক পর্যায়ে নৌকাটি নদীর লম্বাবাক পাথরছড়া এলাকায় গিয়ে উল্টে পানিতে ডুবে যায়। তাৎক্ষণিক তিনজনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিল ৭ জন, বর্তমানে আরো ২ জন নিখোঁজ রয়েছেন।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :