পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে দোকানির মৃত্যুর অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৩

ময়মনসিংহের ভালুকা রাংচাপড়া গ্রামে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় পানিতে ডুবে আতিকুল ইসলাম নামে এক মোদি দোকানির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকালে নিহতের লাশ বিলে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, রবিবার রাতে রাংচাপড়া গ্রামে আলিম ফকিরের বাড়িতে গাঁজার আসরে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ হানা দিলে ওই গ্রামের আতিকুল ইসলাম ও তার দুই সহযোগী দৌড়ে পাশে মামমাইল বিলে ঝাঁপিয়ে পড়ে। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও আতিকুল পানিতে তলিয়ে যায়।

এলাকাবাসী রাতে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেনি। প্রায় ১৫ ঘণ্টা পর সোমবার সকাল ৯টার দিকে এলাকাবাসী ওই বিলে আতিকুলের লাশ ভাসতে দেখে পানি থেকে উদ্ধার করে।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ জানান, পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে কেউ মারা যায়নি, তবে ওই লোকটি কিভাবে মারা গেছে তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :