মেধার বিকাশে বিতর্ক অন্যতম একটি মাধ্যম: দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৬

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, প্রত্যেক পিতা-মাতারই উচিৎ তার সন্তান পুত্র কিংবা কন্যা হউক- তার মেধা বিকাশের সুযোগ করে দেয়া। আর মেধা বিকশিত হওয়ার জন্য বিতর্ক একটি অন্যতম মাধ্যম হতে পারে। আর এ জন্য সন্তানদের অনুপ্রেরণা দিতে হবে।

সোমবার দুপুর ১২টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নবম পাঞ্জেরী চাঁদপুর কন্ঠ বিতর্ক প্রতিযোগিতার উল্লাস ফাইনাল পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিতর্কে যারা অংশগ্রহণ করেন তারা নির্দিষ্ট বিষয়ের জন্য ভিন্ন চিন্তা করতে হয় এবং যুক্তিও প্রস্তুত করতে হয়। প্রতিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য পক্ষে-বিপক্ষের বিষয় নিয়েও ভাবতে হয়। ভাষায় ভালো জ্ঞান থাকতে হয়। এসব বিষয়গুলো নিয়েই মনের ভাব প্রকাশ করতে পারে।

দীপু মনি বলেন, প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে। আমাদের জাতির পিতাও স্বপ্ন দেখতেন। পশ্চিমাদের অর্থ ছিল, আমাদের কোন অর্থ ছিল না। আমাদের স্বপ্ন দিয়েই আমরা এগিয়ে গিয়েছিলাম। তবে অর্থের প্রয়োজন রয়েছে। অর্থকে সহায়ক জায়গায় থাকতে হয়। কিন্তু স্বপ্ন অপরিহার্য। অনেকের অর্থ আছে, কিন্তু কিছুই করেন না। তাদের কাছে অর্থই অনর্থের মূল কারণ হয়ে দাঁড়ায়। কাজেই স্বপ্ন থাকলেই অর্থের একটি অর্থবহ ব্যবহার করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক চাঁদপুর কন্ঠের সম্পাদক ও প্রকাশক অ্যাড. ইকবাল বিন বাশার।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :