শিশু পুত্র হত্যার বিচার চাইলেন বাবা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৮

ঝালকাঠির রাজাপুরের ৪৬নং নিজ গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মো. রাকিব হাওলাদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে দ্রুত হত্যাকারীদের বিচার চেয়েছেন ওই ছাত্রের বাবা মো. বাবুল হাওলাদার।

এ হত্যার ঘটনায় মামলা হওয়ায় বর্তমানে আসামিরা নানাভাবে ভয়ভীতি ও হুমকিতে অসহায় হয়ে পড়েছেন তার পরিবার।

সোমবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাব সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্কুলছাত্র রাকিবের বাবা বাবুল হাওলাদার।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ১৩ জুলাই ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে মো. রাকিবকে মীর নুরুল ইসলাম, মীর রিয়াদ হোসেন ও মীর মেহেদী হাসান রাব্বি ও মীর নুরুল ইসলামের স্ত্রী নিরু বেগমসহ প্রতিপক্ষ সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে লাশ লুকিয়ে রাখে। পরে বাড়ির নির্জন বাগানে থেকে ১৪ জুলাই পুলিশ লাশ উদ্ধার করা হয়।

রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, বর্তমানে মামলাটি সিআইডিতে নিয়ে গেছে। হুমকির বিষয়ে কোন অভিযোগ পাইনি।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :