তিন ফরম্যাটেই নেতা ডু প্লেসিস

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১১:১৯
ফাইল ছবি

এতদিন সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক ছিলেন ডু প্লেসিস। কিন্তু এবি ডি ভিলিয়ার্সের ইনজুরিতে ওয়ানডেতেও নেতৃত্ব পেলেন তিনি। ফলে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের কাপ্তান ডু প্লেসিস।

একদিনে আগে আফ্রিকা সফরের জন্য দুই টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাশিস রায় ও রুবেল হোসেন। বাদ পড়েছেন নাসির হোসেন। আর বিশ্রামে সাকিব আল হাসান।

দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই আফ্রিকা উড়াল দেবে টিম বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বে মুশফিক-মাশরাফীরা।

প্রায় নয় বছর পর সাউথ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। সর্বশেষ ২০০৮ সালে ভিলিয়ার্স-আমলাদের দেশে গিয়েছিল বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী ২৮ সেপ্টেম্বর। মূল লড়াইয়ের আগে ২১ সেপ্টেম্বর বোনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে টাইগাররা।

উল্লেখ্য, প্রথম টি-টোয়েন্টি রাত ১০টায় আর দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬.৩০টায়। এছাড়া বাকি সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়াবে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :