যশোরে স্পিনিং মিল কারখানায় আগুন

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪১

যশোরে ‘নর্থ-সাউথ স্পিনিং মিলস’ নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বন্ধে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা জামতলায় অবস্থিত কারখানাটিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

নর্থ সাউথ স্পিনিং মিলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান বলেন, বেলা ১১টার দিকে মিলে শ্রমিকরা কাজ করছিল। এসময় ব্লু-রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। এসময় আমি ফায়ার সার্ভিসসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে নেভাতে সক্ষম হয়।

মিলে রক্ষিত তুলো ও সুতো পুড়ে প্রায় ৬-৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ফায়ার সার্ভিস যশোরের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন,আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে হাজির হই। দেড় ঘণ্টা ধরে একটানা চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলা হয়।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব না বলে জানান স্টেশন অফিসার নজরুল।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই হায়াত মাহমুদ বলেন, ‘আমি পুলিশ কনফারেন্সে আছি। আগুনের খবর শুনে ঘটনাস্থলে টু আইসি মো. ওবায়দুরকে পাঠিয়েছি।’

জানার জন্য মো. ওবায়েদুরের নাম্বারে বারবার ফোনে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :