জামালপুরে বন্যার্তদের দেয়া হলো আইজিপির ত্রাণ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১২

জামালপুরের সরিষাবাড়িতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণসমগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পপুলার মোড়ে এই ত্রাণ বিতরণ করেন জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন। এ সময় প্রায় ৫০০ পরিবারকে ত্রাণ দেয়া হয়।

ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে জেলা পুলিশ পপুলার মোড়ে এক আলোচনা সভার আয়োজন করে। সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূর এ আলম, সহকারী পুলিশ সুপার হেডকোয়ার্টার মো. ইউনুস আলী মিয়া ও সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা মো. রেজাউল ইসলাম খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।

সভা শেষে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি আলু, ১ লিটার তেল ও খাবার স্যালাইন দেয়া হয়।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :