ফরিদপুরে বিপুল নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক ১

সাজ্জাদ বাবু, ফরিদপুর থেকে
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৯

ফরিদপুরে সদর উপজেলা অন্তর্গত কানাইপুর বাজার এলাকা হতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জালসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-০৮। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এর নেতৃত্বে র‌্যাবের একটি দল তাকে আটক করে।

র‍্যাব সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এর নেতৃত্বে দুপুরে ১টার দিকে কানাইপুর বাজারস্থ মেসার্স ওয়াসিস ফুড কর্নারে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮। এসময় পাঁচলাখ টাকা মূল্যের আনুমানিক ৫০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় উল্লেখিত দোকানের মালিক কমল কুমার শীল (৫০)কে আটক করা হয়।

আটককৃত কমল কুমারকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :