অবশেষে ব্রাহ্মণবাড়িয়া থানার এসআই তারেক ক্লোজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪২

নানা অপকর্মের কারণে সমালোচিত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারেক সুমনকে ক্লোজ করা হয়েছে। সোমবার রাতে তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।

পুলিশ সুপার জানান, এসআই তারেকের বিরুদ্ধে তাদের কাছে থাকা ও সংবাদপত্রে প্রকাশিত অভিযোগগুলোর তদন্ত করা হচ্ছে।

পুলিশের এই উপপরিদর্শকের বিরুদ্ধে ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়, জায়গা দখল করে দিতে একটি পরিবারকে নির্যাতন করাসহ নানা অভিযোগ রয়েছে।

এসআই তারেক সুমনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ এবং আদালতে মামলা হয়েছে দুটি ঘটনায়। মাদক ব্যবসায় মদদ, নানাভাবে সামারি, পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, ‘এসআই তারেক সুমনের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ রয়েছে। সেগুলো আমরা অনুসন্ধান এবং ওয়াচ করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।’

তারেক সুমন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এএসআই হিসেবে যোগদান করেন ২০১৪ সালের ১৬ মার্চ। এসআই হিসেবে পদোন্নতির পর তার পোস্টিং হয় একই থানায়।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :