ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৩

শ্রমিক আটকের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মঙ্গলবার দুপুর থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আহ্বানে পণ্য উঠানো-নামানো বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল ইসলাম জানান, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আব্দুল হামিদকে সোমবার রাতে আটক করে সদর থানার এসআই সায়মুম বিশ্বাস। তিনি অভিযোগ করেন, ঘুষ আদায়ের জন্য পুলিশ তাকে বিনা কারণে আটক করেছে। তার মুক্তি না দেওয়া পর্যন্ত সব পণ্য লোড-আনলোড বন্ধ থাকবে।

এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ দুপুরে ভোমরা বন্দরে গেলে শ্রমিকরা তাকে অবরুদ্ধ করে রাখে। বিষয়টি সমাধানের জন্য ভোমরা স্থলবন্দরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন বলে জানা গেছে।

ওসি জানান, ১০ বোতল ফেন্সিডিলসহ হামিদকে রাতে তার বাড়ি থেকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :