অধ্যক্ষ লাঞ্ছিত: বগুড়ার তিন ছাত্রলীগ নেতা বহিষ্কার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৩

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ও অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি ও শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম শাওন, সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বিশ্বজিৎ কুমার সাহা এবং সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের কর্মী জোবায়ের হোসেন সোহেলকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে ছাত্রলীগ কর্মী জোবায়ের হোসেনের খাতা কেড়ে নিলে সে এক শিক্ষককে লাঞ্ছিত করে। পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়ার পর সোমবার অভিযুক্ত জোবায়ের হোসেনকে বহিষ্কার করেন কলেজের অধ্যক্ষ। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে অধ্যক্ষকে লাঞ্ছিত করে কক্ষ ভাঙচুর করেন বলে অভিযোগ।

এঘটনায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এর মাঝেই তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হলো।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :