নিজ ভবনের পানির ট্যাংকে পড়ে প্রাণ গেল মালিকের

চট্টগ্রাম ব্যুরোপ্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৯

নিজ বাসভবনের পানির ট্যাংকে পড়ে সৈয়দ আহসান উল্লাহ (৫৪) নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

চান্দগাঁও আবসিক কল্যাণ সমিতির সদস্য সবুর মিয়া জানান, চান্দগাঁও আবাসিক বি-ব্লকের ২ নং সড়কের ৪৭০ নম্বর বাড়িতে এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকেন সৈয়দ আহসান উল্লাহ। তিনি চট্টগ্রামের পটিয়া পৌরসভার আমিনুর রহমানের ছেলে।

ছেলে-মেয়ের উদ্ধৃতি দিয়ে সবুর মিয়া জানান, আজ মঙ্গলবার সকালে সৈয়দ আহসান উল্লাহ ভবনের নিচ তলায় ট্যাংক থেকে পানি তোলার জন্য যান। এ সময় ঢাকনা খুলে পানির পরিমাণ দেখার সময় অসাবধানবশত তিনি পড়ে যান। পানির ট্যাংক গভীর হওয়ায় ছেলে-মেয়েরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ বিশ্বাস বলেন, এসআই জাফর পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে সৈয়দ আহসান উল্লাহ লাশ উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে এবং কোনো রকম অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ পরিবারের কাছে রেখে এসেছে।

নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, আজ বাদ জোহর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/আইকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা