ডা. জাহেদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৯

ফরিদপুরে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ জাহেদ ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির পঞ্চমতলায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে ডা. জাহেদ এর সহধর্মণী ফাতেমা জাহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে প্রধান পৃষ্ঠপোষক উম্মে সালমা তানজিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, আরো বক্তব্য রাখেন প্রফেসর শাহজাহান, ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর শেখ আবদুস সামাদ, অধ্যাপক এম এ সামাদ, জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের কোষাধাক্ষ্য অধ্যাপক রবীন্দ্রনাথ সাহা,আর এম ও ডা. নকুল রঞ্জন সরকার এছাড়া ডা. জাহেদ এর শুভাকাঙ্খী ও পরিবাররের লোক উপস্থিত ছিলেন।

সভায় ডা. জাহেদ এর জীবনী সম্পর্কে আলোচনা করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :