সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৮

জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে আব্দুল কুদ্দুস নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দিবাগত রাতে তাকে ধরে করে নিয়ে যাওয়া হয়।

আটক আব্দুল কুদ্দুসের বাড়ি উপজেলার সোহাগপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল্লাহ মিয়া।

বিজিবি জানায়, গভীর রাতে বুড়িমারী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ওপারে ভারতীয় মেখলিগঞ্জ মহকুমার চ্যাংড়াবান্ধা রেলওয়ে স্টেশন এলাকা থেকে কুচবিহার-৬১ বিএসএফ’র চ্যাংরাবান্ধা ক্যাম্পের সদস্যরা আব্দুল কুদ্দুসকে ধরে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, এ ব্যাপারে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকে প্রস্তুতি চলছে। কুদ্দুস গরু আনার জন্য সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :