রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে চরভদ্রাসনে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৩

ফরিদপুরের চরভদ্রাসনে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সর্বস্তরের মানুষ।

বুধবার সকাল সাড়ে ১০টায় জেলার চরভদ্রাসন সদর বাজারে এ কর্মসূচি পালিত হয়।

বাজারের প্রধান সড়কে বিভিন্ন মাদ্রাসা, চরভদ্রাসন বাজার মালিক সমিতি, ঘর মালিক সমিতি, বাজারের ব্যাবসায়ী, স্কুল, কলেজ, বাংলাদেশ মানবাধিকার কমিশনসহ সর্বস্তরের সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।

পরে উপজেলার আব্দুল শিকদারের ডাঙ্গী মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবদুস সবুরের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন- বনিক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, মানবধিকার কমিশন ফরিদপুর শাখার আক্তারুজ্জামান, আহমেদুল বারী বাবু, চরভদ্রাসনের ঘর মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্যা, মোতালেব মোল্যা, হাফেজ মো. নোমান মানসুর প্রমুখ।

এ সময় বক্তারা রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা অং সান সুচির ফাঁসি দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান।

পরে রোহিঙ্গাদের আর্থিক সহায়তা করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :