সাকিবের রূঢ় আচরণে হতবাক সবাই

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪০

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট কর্মশালায় এসে ছবি তোলাকে কেন্দ্র করে রেগে গেলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের রেগে যাওয়াতে অবাক হন উপস্থিত সকলে।

বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর মাঠে উপস্থিত হন সাকিব আল হাসান। তিনি কর্মশালা উপলক্ষ্যে আয়োজিত মঞ্চে অবস্থান নেন। এসময় মাঠে কর্মশালার পরিবেশ না থাকায় ঘণ্টা খানেক সময় মঞ্চে অবস্থান করে তিনি উপাচার্যের বাসভবনে চলে যান।

সেখানে দুপুরে খাওয়ার পর উৎসুক এক নারী ছবি তোলার জন্য তার দুই বছরের শিশু সন্তানকে সাকিব আল হাসানের কোলে দেয়ার চেষ্টা করলে রেগে যান তিনি। এসময় ‘এই বাচ্চা কার’ বলে পরিচয় জানতে চান সাকিব। পরে ওই নারী উপস্থিত হলে তার কাছে শিশুটিকে পাঠানোর কারণ জানতে চেয়ে বলেন, আমার কোলে এভাবে শিশুটিকে কেন দিলেন? আমি হলে আমার সন্তানকে অন্যের কোলে দিতাম না।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক দায়িত্বশীল ব্যক্তি বলেন, ‘ছবি তোলার মত সামান্য বিষয়ে সাকিব আল হাসান এভাবে চটে যাবেন আমরা কেউ এমন ভাবিনি। তিনি চাইলেই শিশুটির সাথে একটি ছবি তুলতে পারতেন’।

এর আগে মঞ্চে থাকাকালীন অনেকেই ছবি তুলতে গেলে অনিহা প্রকাশ করেন সাকিব আল হাসান। এমনকি গণমাধ্যম কর্মীদেরও মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়। পরে সাকিব আল হাসানের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি সবাইকে এড়িয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/প্রতিনিধি/এসইউএল)