আলফাডাঙ্গার দুই দলিল লেখকসহ তিনজন জেলহাজতে

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০০
ফাইল ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের দুই দলিল লেখকসহ তিনজনকে জাল-জালিয়াতী মামলায় জেলহাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার ফরিদপুর ৩নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুল হোসেন এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলাধীন বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের ইছাহাক বিশ্বাস এর রেকর্ডভুক্ত দখলীয় ভিটা-বাড়ির জমি একই গ্রামের মোক্তার হোসেন গং জাল পর্চা তৈরি করেন। তিনি দুই দলিল লেখক আবুল কালাম ও হায়দার আলীর সহযোগিতায় রেজিস্ট্রার কৃত দানপত্র দলিল সৃষ্টি করে ওই মৌজার ৩৯ শতাংশ জমি দখলের চেষ্টা করেন। পরে ইছাহাক বিশ্বাস বাদী হয়ে ফরিদপুর ৩নং আমলি আদালতে মোক্তার হোসেন (৫২), নরুজাহান বেগম (৪৩), হাসি বেগম (৩৩), রাশিদা বেগম (৩৭), শুকুরুন নেছা (৭০), হায়দার আলী (৫০) ও আবুল কালাম (৫০) এর নামে দ.বি. আইনে ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় মামলা দায়ের করেন।

মামলায় গত ১০ সেপ্টেম্বর আদালতে আসামিরা হাজির হইলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুল হোসেন জালিয়াতীর হোতা মোক্তার হোসেন, দলিল লেখক আবুল কালাম ও হায়দার আলীকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। বাকি আসামিদের জামিন মঞ্জুর করেন আদালত।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :