নতুন মিশনে মহাকাশ স্টেশনে তিন নভোচারী

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১১

নতুন মিশন নিয়ে মহাকাশ স্টেশনে পৌঁছালো তিন নভোচারী। এদের একজন রুশ ও অপর দুজন মার্কিন। বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন তারা। খবর এএফপির।

রাশিয়ার রসকসমস মহাকাশ কেন্দ্রের ওয়েবসাইটে বলা হয়, সয়ুজ এমএস০৬ মহাকাশযানটি গ্রিনিচ মান সময় ০২-৫৫ মিনিটে মহাকাশে সফলভাবে পৌঁছে।

রসকসমসের আলেকজান্দার মিসুরকিন ও যুক্তরাষ্ট্রের নাসার প্রথমবারের মতো মহাকাশচারী মার্ক ভেন্দে হেই ও জো আকাবাকে বহনকারী সয়ুজ রকেটটি স্থানীয় সময় ৩ টা ১৭ মিনিটে যাত্রা করে।

এই তিন নভোচারী আগে থেকেই আইএসএসে থাকা ইটালিয়ান পাওলো নেসপলি, রাশিয়ান সার্গেই রিয়াজনস্কি ও যুক্তরাষ্ট্রের র‌্যান্ডি ব্রেসনিকের সাথে মিলিত হচ্ছেন। তারা নতুন মিশনে অংশ নেয়ার জন্য মহাকাশে পৌঁছেছেন।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :