রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র: এরদোয়ান

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করায় ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য তুরস্কের অপেক্ষা করতে হবে কি? বরং জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে আঙ্কারা। এর আগে তুরস্ককে ড্রোন সরবরাহ করতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতির কথাও তুলে ধরেন তিনি। পরে তুরস্ক নিজেই ড্রোন নির্মাণ শুরু করায় যুক্তরাষ্ট্রের নাখোশ হয়েছে বলেও জানান তিনি।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য প্রথম কিস্তির অর্থ রাশিয়াকে দেয়া হয়েছে বলে গতকাল মঙ্গলবার এরদোয়ান ঘোষণা করেছেন।

এদিকে, এটি কেনার বিষয়ে আঙ্কারার কাছে পেন্টাগন উদ্বেগ প্রকাশ করেছে বলেও রুশ সংবাদ সংস্থা স্পুটনিককে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ উদ্বেগের কারণ ব্যাখ্যা করতে যেয়ে পেন্টাগন বলেছে, ন্যাটো সদস্য হিসেবে মিত্রদেশগুলোতে ব্যবহার যোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের ব্যবহার করা উচিত।

রাশিয়ার তৈরি পরবর্তী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে বহু দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে। ড্রোন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত নানা ধরনের লক্ষ্যবস্তু ধ্বংসের উপযোগী করে একে তৈরি করা হয়েছে।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এসআই)