ত্রাণের গাড়ি আটকে দেয়ার নিন্দায় ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৭ | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪১

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য নিয়ে যাওয়া বিএনপির ত্রাণবাহী গাড়ি আটকে দেয়ার নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

বিএন‌পির সি‌নিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামু‌ক্তি দিবস উপল‌ক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে নিজের নির্ধারিত বক্তব্যের আগেই খবর শুনে মাইক্রোফোন হাতে নিয়ে নিন্দা জানান ফখরুল।

কক্সবাজারে ত্রাণের ২২টি ট্রাক আটকে দেয়ার কথা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জানান দলটির প্রতিনিধি দলের নেতারা। পরে মাইক্রোফোন নিয়ে নিজের নির্ধারিত বক্তব্যের আগেই নিন্দা জানিয়ে ফখরুল বলেন, ‘সরকারের মু‌খোশ উন্মোচন হয়েছে। রো‌হিঙ্গা‌দের পাশে দাঁড়ানো শুধুই আইওয়াশ। রো‌হিঙ্গা‌দের পাশে দাঁড়াতে চায় না বলেই ‌সরকার এমন জঘন্য কাজ‌টি করেছে।’

ফখরুল বলেন, ‘আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বা‌সের নেতৃত্বে ত্রাণের ট্রাক রো‌হিঙ্গা‌দের সাহা‌য্যের জন্য কক্সবাজা‌রের উখিয়ায় যেতে চাইলে পুলিশ সেই বহর আটকে দেয়। এ ছাড়া কক্সবাজা‌রে জেলা বিএনপির কার্যালয়ও পুলিশ ঘিরে রাখে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাস‌নের কা‌ছে জোর দা‌বি জানা‌চ্ছি ত্রাণ বিতর‌ণে যেন বিঘ্ন না ঘ‌টে।’

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএন‌পির জাতীয় স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন। এছাড়াও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, উপ‌দেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাস‌চিব হা‌বিব-উন-নবী খান সো‌হেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদ‌লের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :