দৌলতদিয়া ঘাটে চার কিলোমিটার যানজট

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৫

ঈদের ছুটি কয়েকদিন আগে শেষ হলেও রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে। তবে গত কয়েক দিন চলা তীব্র যানজট পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বুধবারও নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে বিভিন্ন ধরনের কয়েকশ যানবাহন।

এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা কম থাকলেও তৈরি হয়েছে ট্রাকের দীর্ঘ সারি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক ফরিদুল ইসলাম জানান, ভারি বৃষ্টিপাত হলেও ঝড়ো বাতাস না থাকায় এ রুটে লঞ্চ চালু রয়েছে। তবে আবহাওয়া বিভাগের কোন জরুরি নির্দেশনা পেলে সঙ্গে সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, গত পাঁচ দিনে দৌলতদিয়া ঘাট দিয়ে ১৯ হাজার ৪৯৩টি যানবাহন নদী পারাপার হয়েছে; যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

সংশ্লিষ্টরা আরও জানায়, দৌলতদিয়ায় পাঁচটি ঘাটের মধ্যে চারটি চালু রয়েছে। ৫নং ঘাট পল্টুনে তীব্র স্রোতের কারণে ফেরি ভিড়তে পারছে না। এ অবস্থায় ওই পল্টুনটি স্থানান্তরের জন্য বন্ধ রেখে পূর্বের ২নং ঘাট এলাকায় স্থাপনের কাজ চলছে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :