‘শাহজালালের নিরাপত্তা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত’

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাকপ্লোসিভ ডিটেকশন সিসটেম (ইডিএস) ও অ্যাক্সপ্লোসিভ ট্রাক ডিটেকটর ৩৭টি ডুয়েল অ্যাক্সরে মেশিন স্থাপনের মধ্য দিয়ে নিরাপত্তা ব্যবস্থা এখন যেকোনো আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে। 

বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তায় এই প্রথমবারের মতো স্থাপনকৃত ইডিএসের ইন্সটলেশন ও ট্রায়াল কার্যক্রম পর্যবেক্ষণকালে মন্ত্রী এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, এরমধ্য দিয়ে যুক্তরাজ, ইউরোপীয় ইউনিয়নের দেশসহ সর্বত্র নিরাপদে পণ্য ও যাত্রী পরিবহন নিশ্চিত হবে এবং এ বিমান বন্দর থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহনে যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়ার আরোপকৃত অস্থায়ী নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
পরে মন্ত্রী বিমান বন্দরের কার্গো ব্যবস্থাপনা, গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম ও যাত্রী সেবার স্থানসমূহ পরিদর্শন করেন।  এ সময় মন্ত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমকে আরও দ্রুততার সাথে সম্পন্ন করে কার্গো জট দ্রুত কমাতে নির্দেশনা দেন এবং এবং উন্নত যাত্রী সেবা নিশ্চিত করতে ৩০ দিনের সময়সীমা বেঁধে দেন। 
এ সময় মন্ত্রীর সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান, বিমান বোর্ডের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারী, বাংলাদেশ বিমানের এমপি মোসাদ্দেক আহমেদ, সিভিল এভিয়েশনের মেম্বর (অপারেশন) এয়ার কমোডর মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এএ/জেবি)