ফরিদপুর সদর উপজেলায় পোনা অবমুক্ত

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৫

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর

ফরিদপুর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার বিকাল ৪টায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় বিভিন্ন জাতের মাছের পোনা জলাশয়ে অবমুক্ত করার মাধ্যমে চার দিনব্যাপী পোনা অবমুক্তকরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার প্রথম দিনে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহা. নওশের আলী, কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থেকে ৬০০ কেজি পোনা অবমুক্ত করেন।

উল্লেখ্য, কানাইপুর ইউনিয়ন অন্তর্গত বাশতলা খাল (কুমার নদী), চাপাই- হরাই রঘুনার বিলসহ বিভিন্ন জলাশয়ে মোট ৩০৭৭ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা চার দিনব্যাপী অবমুক্ত করা হবে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এলএ)