বিশ্ব একাদশে আজ নেই স্যামি-এলিয়ট

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:১২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্ব একাদশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ টস জিতে ব্যাট করছে পাকিস্তান। গত ম্যাচে একাদশে থাকলেও আজ বিশ্ব একাদশের প্লেয়িং ইলেভেনে নেই ড্যারেন স্যামি ও গ্র্যান্ট এলিয়ট। তাদের বদলে আজ একাদশে রাখা হয়েছে পল কলিংউড ও স্যামুয়েল বাদরিকে। গতকালের মতো আজও বিশ্ব একাদশের হয়ে খেলছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। গতকাল ২০ রানের জয় পেয়েছিল স্বাগতিকরা। তাই বিশ্ব একাদশের জন্য আজ সিরিজে টিকে থাকার লড়াই। পাকিস্তান যদি আজ জয় পায় তাহলে তারা এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিবে। এই সিরিজ অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।

বিশ্ব একাদশ (প্লেয়িং ইলেভেন): তামিম ইকবাল, হাশিম আমলা, টিম পেইনে (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, পল কলিংউড, থিসারা পেরেরা, বেন কাটিং, স্যামুয়েল বাদরি, মরনি মরকেল, ইমরান তাহির।

পাকিস্তান একাদশ: ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, শাদব খান, সোহেল খান, উসমান খান, রুম্মন রইস।

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/এসইউএল)