মঠবাড়িয়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় আইন শৃঙ্খলার উন্নয়ন, অপরাধী শনাক্ত ও মানবাধিকার সুরক্ষায় তথ্য অভিযোগ বক্স-এর আওতায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন।

মঠবাড়িয়া পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এ কার্যক্রমে বক্তব্য দেন- পিরোজপুরের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, স্বরূপকাঠীর সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তরিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন প্রমুখ।

অবশেষে অপরাধীদের শনাক্ত করতে নতুন কৌশল নিয়ে মঠবাড়িয়া পৌরসভার সামনে বিট পুলিশিং-এর একটি তথ্য অভিযোগ বক্স স্থাপন করা হয়।

এছাড়া উপজেলার গুলিশাখালী, মিরুখালী ও তুষখালী ইউনিয়ন বাজারে বিট পুলিশিং-এর তথ্য অভিযোগ বক্স স্থাপন করা হয়।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :